রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ইকরা কিন্ডার গার্টেন অ্যান্ড মডেল স্কুলে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর মেয়র মিসেস হাসিনা গাজী।
ইকরা কিন্ডার গার্টেন অ্যান্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আবুল কাসেম, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানি পাল, মিনারা বেগম, মোহাম্মদ আবুল বাশার, জসিম উদ্দিন, খোদেজা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এএটি