ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

প্লাস্টিকের বস্তায় চাল, দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
প্লাস্টিকের বস্তায় চাল, দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

সিরাজগঞ্জ: পাটজাত পণ্যের পরিবর্তে প্লাস্টিকের বস্তার মোড়কে চাল বিক্রির দায়ে সিরাজগঞ্জে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেণ ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ রায় দেন।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে জেলা শহরের বানিয়াপট্টিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ৫০ কেজির প্যাকেটজাত চালে পাটজাত পণ্যের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ওই এলাকার গণেশ ভাণ্ডার ও সমরেশ টেডার্সকে দশ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।