ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ডেঙ্গু-গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ফেনীতে ডেঙ্গু-গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

ফেনী: ফেনীতে ডেঙ্গু ও ছেলেধরা গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকালে ফেনী পৌরসভার উদ্যোগে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

র‌্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।

র‌্যালির পূর্বে বক্তব্য দেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার প্রমুখ।

বক্তারা বলেন, দেশবিরোধী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে গ্রামে গ্রামে জনসচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি এসব গুজব রটনাকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, মাহতাব উদ্দিন মুন্না, লিটন হাজারী, মনির আহাম্মদ, মো. মানিক, ফেরদৌস আরা বেগম, ভূইয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ফারুক আহাম্মদ ভূইয়াসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।