রোববার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
শিশু আল আমিন কাহারোল উপজেলার ১৩ মাইল এলাকার মুকুন্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও পূর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
অবরোধরত বিক্ষুব্ধরা বলেন, ওই এলাকার শারীরিক প্রতিবন্ধী আল আমিনকে বাড়ির অদূরের মাদ্রাসার সামনে থেকে একটি মাইক্রোবাস তুলে নিয়ে যায়। পরে চিরিরবন্দর উপজেলার রামডুবীর মোড়ের কিছু দূরে নামিয়ে দেয়। প্রতিবন্ধী কিশোরের বাবা তাকে রামডুবি থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
পরে খবর পেয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশ বিক্ষুব্ধদের সড়িয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
আইয়ুব আলী বাংলানিউজকে জানান, ছেলেটি কোন ধরনের অপহরণের শিকার হয়নি। এটা একটা গুজব। ছেলেটিকে অপহরণ করা হলো এত লোকজনের মধ্যে কেউ মাইক্রোবাসটি দেখল না। ছেলেটির পরিবারের লোকজন মিথ্যা কথা বলছে। একা একটা গুজব মাত্র।
এ ব্যাপারে তদন্ত করে গুজব প্রকাশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরএ