ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
সুবর্ণচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল বহিষ্কার

নোয়াখালী: নানা অনিয়ম ও অভিযোগ প্রমাণিত হওয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে বহিষ্কার করা হয়েছে।

ইউপির রাজস্ব আদায়ে স্থানীয় সরকারের বিধি বিধান না মানা, একক ক্ষমতায় ট্রেড লাইসেন্স দেওয়া, স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ইউপি, বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ির রাস্তা তৈরি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ সুস্পষ্ট প্রমাণিত হওয়ায় এ আদেশ দেওয়া হয়।   
  
রোববার (২৮ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমদ চৌধুরী সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়াও চেয়ারম্যান মোজাম্মেলের বিরুদ্ধে বিচারপ্রার্থী নারী ধর্ষণ, সালিশের নামে স্কুলছাত্রী ও তার পরিবার মারধর, অবৈধ বালু উত্তোলন, বিচারপ্রার্থী এক অসহায় ব্যক্তিকে টয়লেটে আটকে রেখে নির্যাতন, সরকারি গাছ কর্তনসহ একাধিক মামলা রয়েছে।  

সাম্প্রতিক সময়ে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যানের বাড়িতে তার বাড়ির নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনাটির সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা করে মোজাম্মেল চেয়ারম্যান। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক।

এতো অপকর্মের মূলহোতা মোজাম্মেল চেয়ারম্যানের বহিষ্কারের খবরে সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।