রোববার (২৮ জুলাই) অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের ক্লাস চলাকালীন ৮ম শ্রেণির এক ছাত্রীর চুল ধরে টান দেন শিক্ষক ইসমাইল হোসেন মিয়াজী।
এরপর নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তীতে রোববার স্কুল পরিচালনা পর্ষদ জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
এছাড়া ঘটনার তদন্তে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হক, হায়াতুল্লাহ, সৈয়দ আহমদ, শাহ আলম ও শিক্ষক প্রতিনিধি রাবেয়া আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ওই শিক্ষককে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএইচডি/এসএ