রোববার (২৮ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং জনমত গড়ে তোলা যায় তাহলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আর থাকবে না।
এরআগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস আক্তার, মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনটি