পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৯-৩১ জুলাই ঢাকা সফর করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। সে কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি। এছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটা নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। ঢাকা সফরের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনা তুলবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু জাপান। ঢাকা-টোকিওর মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছে উভয়পক্ষ। এর আগে গতবছর ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। সে সফরের এক বছরের মাথায় আবারো ঢাকা আসছেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
টিআর/এএ