পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, ঘাঘট, পদ্মাসহ সব বড় বড় নদ-নদীর পানিই কমছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা এবং দক্ষিণাঞ্চলের কিছু নদী ছাড়া প্রধান প্রধান নদ-নদীর পানি আরও হ্রাস পাবে।
পাউবোর পর্যবেক্ষণাধীন নদ-নদীগুলোর ৯৩টি পয়েন্টের মধ্যে শুক্রবার (২৬ জুলাই) ১৯টি পয়েন্টের পানি বিপদসীমার ওপরে ছিল। শনিবার (২৭ জুলাই) একটি কমে তা ১৮টিতে নেমে এসেছে। রোববার (২৮ জুলাই) আরও কমে গিয়ে ১৩টিতে নেমেছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি অন্তত ১১ সেন্টিমিটার (সেমি.), যমুনার পানি ১৮ সেমি., ঘাঘটের পানি ১৯ সেমি., আত্রাইয়ের পানি ৬ সেমি., ধলেশ্বরীর পানি ৭ সেমি. ও পদ্মার পানি ৫ সেমি. কমেছে। বর্তমানে এসব নদ-নদীর পানির সমতলে কমে গিয়ে বিপদসীমার নিচের দিকে যাচ্ছে। এছাড়া কমেছে সুরমার পানিও। কুশিয়ারার পানি কেবল শেওলায় ১ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে সাগরের লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিদফতর। ফলে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বহাল রয়েছে নদী বন্দরগুলোতেও এক নম্বর সতর্ক সংকেত।
আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইইউডি/জেডএস