রোববার (২৮ জুলাই) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মধুমতি ব্যাংক লিমিটেডের ৩৭তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম বলেন, চক্রান্তকারীরা গুজব ছড়িয়ে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মধুমতি ব্যাংকের পরিচালক ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, পদ্মাসেতুর জন্য শরীয়তপুর আজ বিশ্বে পরিচিতি লাভ করেছে। আর এই পদ্মাসেতুর জন্যই শরীয়তপুর ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে।
মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিউল আজম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনটি