রোববার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুলে আশ্রয়কেন্দ্রে এ খাবার বিতরণ করা হয়।
গফরগাঁও থানা পুলিশ জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় উপজেলার পৌর শহরের ব্রহ্মপুত্র তীরবর্তী তিন ওয়ার্ডের চর শিলাসী এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
অসহায় এ পরিবারদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে স্থানীয় পুলিশ। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান তাদের হাতে নিজেদের রান্না করা খাবার তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌরসভার প্যানেল মেয়র শাহজাহান সাজু, ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক দীলিপ কুমার, আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন কালু, মহিলা কাউন্সিলার রত্না বেগম প্রমুখ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বাংলানিউজকে বলেন, খাবার বিতরণ শেষে পুলিশের পক্ষ থেকে গুজববিরোধী লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএএএম/এএটি