২৫ জুলাই রাতে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের পথে যাত্রা করেন নরসিংদীর শিবপুর উপজেলার দত্তের গাও মধ্যপাড়া গ্রামের বাহাদুর অালীর পুত্র সাফওয়ান। পরিবারের অার্থিক স্বচ্ছলতা ফিরিয়ে অানতে জমি বিক্রি ও ঋণ করে এ তরুণকে খরচ করতে হয়েছে ছয় লাখ টাকা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলানিউজের সঙ্গে কথা হচ্ছিল সাফওয়ানের। তিনি জানান, গাজীপুরের কাপাসিয়া ট্রেডিং সেন্টারের রুকন অালীর মাধ্যমে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। এজন্য তাকে দিতে হয়েছে ছয় লাখ টাকা। যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন, সেখানে তার বেতন ধরা হয়েছে ৫০০ সিঙ্গাপুরিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৫ হাজার। ফ্লাইটে বসেই হিসাব মেলাচ্ছেন সাফওয়ান, এক বছরে পারবেন তো সেই টাকা তুলতে?
শুধু সাফওয়ান নন, এমন অনেক তরুণ প্রতিদিন সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কাজের জন্য পাড়ি জমাচ্ছেন বুকভরা স্বপ্ন নিয়ে। তবে এক্ষেত্রে কিছু দালাল অনেক বেশি খরচ নিয়ে কম বেতনে বিদেশে পাঠাচ্ছে তাদের। ফলে ঠকছেন সহায়-সম্বল বিক্রি করে ঋণ নিয়ে বিদেশে যাওয়া ব্যক্তিরা।
টাঙ্গাইল শহরের একেএম ফজলুল হকের ছেলে শাওন হক (২০)। সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে এক বছরের ভিসায় সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।
অবশ্য বগুড়ার ফয়েজ উদ্দিন শোনান আশার কথা। তিনি বলেন, অামি ১০ বছর ধরে সিঙ্গাপুরে রয়েছি। প্রতিমাসে দেড় থেকে দুই লাখ টাকা অায় হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
টিএম/এইচএ/