ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বসুন্ধরা সি‌মে‌ন্টের রাজমিস্ত্রি কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
গাজীপুরে বসুন্ধরা সি‌মে‌ন্টের রাজমিস্ত্রি কর্মশালা

গাজীপুর: নির্মাণশিল্পে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে গাজীপুরে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ উপ‌জেলার উলুখোলা এলাকায় বসুন্ধরা সিমেন্টের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।

সেখানে তারা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের কাজ করার বাস্তব অভিজ্ঞতা ও এ সিমেন্টের ওপর তাদের নির্ভরতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণকৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন- কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপ-সহকারী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খোকন আচার্য। এছাড়া বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ও ইঞ্জিনিয়ার সেলিম রেজা।  

কর্মশালায় বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প ও রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সি‌মেন্ট।  

কর্মশালায় বসুন্ধরা সি‌মেন্টের পক্ষে উপস্থিত ছিলেন- বসুন্ধরা সি‌মে‌ন্টের ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল সেলস ইনচার্জ (ডিএসআই) আতিকুর রহমান, গাজীপুরের অ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার (এএসএম) মো. জাহাঙ্গীর হোসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ও ইঞ্জিনিয়ার সেলিম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯।
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।