ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সেই কৃষি আসছে যখন সুইচ টিপে কাজ হবে: মতিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
সেই কৃষি আসছে যখন সুইচ টিপে কাজ হবে: মতিয়া

শেরপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি বলেছেন, যুগটি হলো প্রতিযোগিতার। সবাই সবাইকে টপকে যাওয়ার চেষ্টা করছে। এখন কিন্তু বিদেশেও গতরে খাটা লোক আর নেবে না। যন্ত্র যে চালাতে পারে তাকে নেবে।

রোববার (২৮ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা ইসলামিক মিশন প্রাঙ্গনে আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, কৃষির প্রথম অবস্থা লাঙ্গল দিয়ে, তারপর এলো ট্রাক্টর, এখন কম্বাইন্ড হারভেস্টার।

আগামী দিনে সেই কৃষি আসছে যখন সুইচ টিপে কাজগুলো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন তিনি ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় নবম শ্রেণির ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শাড়ি, ১০০ গ্রাম পুলিশের মধ্যে পাঞ্জাবি ও ১১শ’ দুঃস্থের মধ্যে ট্রাউজার, শার্ট ও গেঞ্জি বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।