রোববার (২৮ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জসিম উদ্দিন মনখালী এলাকার মৃত সিদ্দিক মেম্বারের ছেলে ও পেশায় জেলে বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর বাংলানিউজকে বলেন, মেরিন ড্রাইভ সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানয়ীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের ডান পায়ে কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসির ধারণা, বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটনো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসবি/এএটি