রোববার (২৮ জুলাই) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জুড়ী থানার পুলিশ সদস্যরা।
অভিযানকালে ভবানীগঞ্জবাজারের লাভনী স্টোরকে ৫শ’ টাকা, বাসস্ট্যান্ডের সুভাষ মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা, ভবানীগঞ্জ বাজারের আব্দুল লতিফ অ্যান্ড সন্সকে ৩ হাজার টাকা, নিউ মার্কেটের রিপন স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, এ অভিযানে ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মূল্যতালিকা না রাখা, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেশি নেওয়াসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বিবিবি/একে