ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
মোহাম্মদপুরে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্য আটক কিশোর গ্যাং গ্রুপের এক সদস্য আটক। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) রাতে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান।

তিনি জানান, মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্যকে আটক করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্যাং গ্রুপ তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। আটক ২২ জনের মধ্যে অনেকের বিরুদ্ধেই মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ডিসি আনিসুর রহমান বলেন, আটকদের মধ্যে আমরা আটজনকে শনাক্ত করেছি, যারা খুবই দুর্ধর্ষ। তারা হলেন- শাকিল, অভিক, ডি কে সানি, জিসান, হৃদয়, নাঈম, মানিক ও মীম। এই আটজনের সবাই গ্যাং গ্রুপ ‘লারা দে’ ও ‘লেভেল হাই’ গ্যাং গ্রুপের সদস্য। তারা এলাকায় গ্যাং কালচারের নামে আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপকর্মে নেতৃত্ব দিয়ে আসছিলো।

আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জড়িত অন্যদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।