ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
নাটোরে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত .

নাটোর: নাটোরে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এদের মধ্যে দুজন রোগীকে রোববার (২৮ জুলাই) দুপুরে শনাক্ত করা হয়েছে। রাতে নাটোরের সততা ক্লিনিক, ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, চলতি মাসে ১৫ জনের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে ডেঙ্গু পাওয়া গেছে। যার মধ্যে রোববার দুপুরের দিকে পাওয়া গেছে দু’জন রোগীকে। যাদের বেশির ভাগ নাটোরের বাহিরের রোগী।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগ শনাক্তের জন্য এনএস ওয়ান, আইজিজি এবং আইজিএম- এই তিন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যার খরচ পড়ছে সবোর্চ্চ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা।

নাটোরের সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, বিশ্বস্ত সুত্রে তিনি দু’জন রোগীর কথা শুনেছেন। কারণ সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগী এখনও শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেল গঠন করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘন্টা, ২৯ জুলাই, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।