রোবার (২৮ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর খান জাহান আলী রোডের ৮৫ নাম্বার চারতলা বাড়ী থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত মন্ডল জানান, নগরীর খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সমীর কুমার শীল নগর ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। সংগঠন বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্তা নেওয়া হবে।
এদিকে অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্র সমীরকে থানা থেকে ছাড়ানোর জোর চেষ্টা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘন্টা, জুলাই ২৯ ২০১৯
এমআরএম/এমএইচএম