ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
খুলনায় ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সমীর কুমার শীল

খুলনা: খুলনায় ফেন্সিডিল ও নারীসহ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে (২৮) আটক করেছে পুলিশ।

রোবার (২৮ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর খান  জাহান আলী রোডের ৮৫ নাম্বার চারতলা বাড়ী থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একই বাসা থেকে সেলিনা বেগম নামে এক নারীকেও আটক করে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজিত মন্ডল জানান, নগরীর খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।  

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সমীর কুমার শীল নগর ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। সংগঠন বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্তা নেওয়া হবে।  

এদিকে অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্র সমীরকে থানা থেকে ছাড়ানোর জোর চেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘন্টা, জুলাই ২৯ ২০১৯
এমআরএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।