তিনি বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আমরা সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এজন্য উদ্যোক্তাদের তৈরি করতে হবে।
রোববার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাব’র মনিটরিং কর্মকর্তা, আইসিটি ও কম্পিউটার শিক্ষক, আইসিটি বিভাগের ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩’র কর্মকর্তা ও ইউডিসি’র উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এটুআই’র ইউনিয়ন ডিজিটাল সেন্টার সফল বাস্তবায়নের ফলে শুধু গ্রামের সাধারণ মানুষকে সব ধরনের সেবাই দেওয়া হচ্ছে না, বিশ্বের কাছে উন্নয়ন ও ডিজিটালাইজেশনের মডেল উপস্থাপন করে বাংলাদেশকে গর্বিত করছে বলেও মনে করেন জুনাইদ হাসান পলক।
তিনি বলেন, ১০ বছর আগে দেশে ৪৩ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না। মাত্র ৫০ লাখ মানুষ ইন্টারনেটে যুক্ত ছিলেন। কিন্তু গত ১০ বছরের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আজ বাংলাদেশে ৯ কোটি ৫০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ৯৪ শতাংশ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ ছাড়া এ বৈপ্লবিক পরিবর্তন ঘটানো সম্ভব হতো না বলেও জানান প্রতিমন্ত্রী।
ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুরে প্রস্তাবিত হাই-টেক পার্কের জমি পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘন্টা, জুলাই ২৮, ২০১৯
এমএএএম/এমএইচএম