ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

লামায় যাত্রীবাহী জিপ গাড়ি খাদে, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
লামায় যাত্রীবাহী জিপ গাড়ি খাদে, আহত ১৫ ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবানের লামায় যাত্রীবাহী জিপ গাড়ি খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের চারমাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম পরিচয় জানা গেছে তারা হলেন- ফাইতং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মার্মা, উপজেলা সমবায় অফিসার জাবেদ মীরজাদা, মো. সালাহ উদ্দিন, মো. সোহেল কিবরিয়া ও শফিউল আলম।

তারা সবাই লামা সদরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লামা থেকে একটি যাত্রীবাহী জিপ গাড়ি সন্ধ্যার দিকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকরিয়া যাচ্ছিল। এসময় গাড়িটি সড়কের চার মাইল নামক স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায় পাহাড়ি গভীর খাদে পড়ে গিয়ে উপজেলা সমবায় কর্মকর্তা ও স্কুল শিক্ষকসহ ১৫ যাত্রী আহত হন।  

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যান্যদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বাংলানউজকে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।