সোমবার (২৯ জুলাই) সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আলামিন ঢাকুলী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুর রশিদ (ফায়ারম্যান) বাংলানিউজকে বলেন, রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় ধলেশ্বরী নদীতে দাদার সঙ্গে বেড়াতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় আলামিন। খবর পেয়ে সন্ধ্যা থেকে দিনগত রাত পর্যন্ত আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। পরে আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। সকালে ঢাকুলী এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় আলামিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
** ধলেশ্বরী নদীতে নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআরএস