বরিশাল সিটি করপোরেশন
বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রশাসনিক তিনটি পদে রদবদল করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসি ভবনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।
তিনি জানান, রোববার (২৮ জুলাই) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই তিনটি পদে রদবদল করা হয়েছে।
এরমধ্যে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসকে পরিসংখ্যানবিদ হিসেবে এবং সম্পত্তি শাখার কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেনকে প্রশাসনিক কর্মকর্তা পদে অন্তর্বর্তীকালীন বদলি করা হয়। পাশাপাশি প্রশাসনিক শাখার দীপক লাল মৃধাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সম্পত্তি শাখায় বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।