সোমবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগ এলাকায় শিকদার মেডিক্যালের পাশে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বাংলানিউজকে বলেন, ভোরে খবর পাই শিকদার মেডিক্যালের পাশে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে রয়েছেন।
এসআই কাউছার আরও বলেন, নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে যোগ করেন এসআই কাউছার।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এজেডএস/এএটি