সোমবার (২৯ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, সোমবার সকাল পৌনে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমডি ফারহাত হাসান জামিল ছাড়াও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান।
একই ঘটনায় রোববার বিমানের তিন পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এর আগে গত ২৩ জুলাই তাদের তলব করে চিঠি দেয় সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসএমএকে/এএ