ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানের এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
বিমানের এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক দুদকের লোগো

ঢাকা: পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, সোমবার সকাল পৌনে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

এমডি ফারহাত হাসান জামিল ছাড়াও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান।

একই ঘটনায় রোববার বিমানের তিন পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এর আগে গত ২৩ জুলাই তাদের তলব করে চিঠি দেয় সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।