সোমবার (২৯ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচ এ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৬ জুলাই রাতে যশোরের পাঁচ ভূলোট সীমান্তে কর্তব্যরত অবস্থায় মাদক চোরাকারবারিদের ছোড়া ককটেলের আঘাতে গুরুতর আহত হন বিজিবির হাবিলদার আকমল। ঢাকা সিএমএইচ এ সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
বিজিবির ব্যবস্থাপনায় আকমলের মরদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের কাছে পাঠানো এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি।
২৬ জুলাই রাতে মাদকবিরোধী অভিযানের সময় একজন মাদক চোরাকারবারি নিহত হয়েছিলেন। এছাড়া চারজন আটক, তিনটি ককটেল ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
বাংলাদেশ সময়: ১২০৪ জুলাই ২৯, ২০১৯
পিএম/আরবি/