সোমবার (২৯ জুলাই) ঢাকায় এক বৈঠকে এ তালিকা হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের সঙ্গে এক বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন, আজকের বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, আমরা কক্সবাজারে গিয়েছিলাম। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য আমরা আস্থা তৈরি করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য এখনই উপযুক্ত সময়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেন, মিয়ানমারের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বলতে চাই এটা একটি ভালো লক্ষণ। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ভালোর দিকে যাচ্ছে।
তিনি আরও বলেন, বৈঠকে আমরা নতুন করে ৬ হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছি। এখন এই তালিকা যাচাই-বাছাই করবেন তারা।
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে গত শনিবার মিয়ানমারের এই প্রতিনিধিদল ঢাকায় আসে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। প্রতিনিধিদলটি ঢাকা এসেই কক্সবাজারে যায়। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা যেন রাখাইনে ফেরত যায়, সেটা বোঝানোই মিয়ানমারের প্রতিনিধিদলের ছিল প্রধান উদ্দেশ্যে। সফরের শেষদিন রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় উভয়পক্ষ বৈঠকে বসে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
টিআর/এএ