ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে বাস উল্টে নিহত ৪, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
কাশিয়ানীতে বাস উল্টে নিহত ৪, আহত ২০

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছ্নে অন্তত ২০ যাত্রী।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার জলাডাঙ্গা গ্রামের লোকমান মোল্লা (৬০), একই থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৬৫), কিবরিয়া মোল্লা (৫০) ও চাঁন মিয়া (৩০)।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেশি গতিতে ভাটিয়াপাড়া মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ভাটিয়াপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন এবং আহত হন অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নেওয়া পর অপর এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর ১৫ যাত্রীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মাঈন উদ্দিন উপস্থিত থেকে হতাহতদের উদ্ধার কাজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।