ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
পঞ্চগড়ে দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাগানের দেয়াল ধসে নিলা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে ধাক্কামাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিলা একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল নিলা। এসময় হঠাৎ স্কুলের বাগানের দেয়াল ধসে তার নিচে চাপা পড়ে সে। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।