নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য রয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম।
কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল মন্ত্রণালয়ে দাখিল করবে।
নৌ-মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সোমবার (২৯ জুলাই) এ তথ্য জানান।
নৌ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘অতিরিক্ত সচিবের/যুগ্মসচিবের জন্য বিলম্ব: প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগী স্কুল ছাত্রের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
নৌ মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, প্রকাশিত সংবাদের প্রতি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সংবাদটি সম্পূর্ণ সঠিক নয়- দাবি করে বিবৃতিতে ব্যাখ্যা দিয়ে মন্ত্রণালয় জানায়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যাত্রী ও পণ্য পরিবহনের সেবায় নিয়োজিত। বিআইডব্লিউটিসি বর্তমানে প্রবল স্রোতের মধ্যেও ফেরি সার্ভিস চালু রেখেছে। তারা সব সময় অ্যাম্বুলেন্সসহ অন্য যানবাহন পারাপারে জরুরি সার্ভিস দেয়।
মন্ত্রণালয় আরও জানায়, সংবাদে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল ও তার গাড়ির বিষয়ে বলা হয়েছে। প্রকৃতপক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থায় আব্দুস সবুর মন্ডল নামে কোনো অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বা কোনো অফিসার নেই। সেদিন নৌ-পরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার নামে কেউ কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি পার হননি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমআইএইচ/এএ