সোমবার (২৯ জুলাই) সকালে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
ওসি মনসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুলাই) দিনগত রাতে ধুরইল গ্রাম থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়।
গত ১৫ মার্চ (শুক্রবার) দুপুরে ওই গ্রামের রেজাউল করিমের ছেলে আব্দুর রহমান বাইসাইকেল নিয়ে বাড়ি বের হয়। পরে ওইদিন রাত ১০টার দিকে পাশের হরেন্দা বিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুরের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে চলতি মাসের ১৩ তারিখে মামলাটি জয়পুরহাট জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআরএস