সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর সুরিটোলা স্কুল মাঠে দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত শিক্ষা-প্রতিষ্ঠানে মশক নিধনে এসব স্প্রে ক্যান বিতরণ করেন ডিএসসিসির মেয়র।
মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সবাই এ শহরটাকে সুন্দর করে সাজাবো।
তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। অনেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানকে মশামুক্ত করবো। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এরই অংশ হিসেবে আমরা কোতোয়ালি থানার ৩২টি শিক্ষা-প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে ক্যান বিতরণ করেছি।
অনুষ্ঠানে ৩২ শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতি দলের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইএআর/এএটি