সোমবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নারগিস ওই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।
জানা যায়, সকালে বাড়ির পাশে একটি ডোবার পানিতে নামলে তলিয়ে যায় নারগিস। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এডি/আরবি/