ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে চিকিৎসাধীন ২ ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ঢাকায় আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে চিকিৎসাধীন ২ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ২ রোগী চিকিৎসাধীন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চারজন ভর্তি হলেও দুইজন চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন। তারা সবাই ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন।

আক্রান্তরা হলেন- ফয়জুল হক (২২) ও পাইসাসিং মারমা (১৮), স্বপ্না (২৫), সঞ্জু চাকমা (২২)। বর্তমানে ফয়জুল হক ও পাইসাসিং হাসপাতালে চিকিৎসাধীন।

এদের মধ্যে পাইসাসিং মারমা নটরডেম কলেজের শিক্ষার্থী। তিনি জানান, ঢাকায় একটি হোস্টেলে থাকাবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর অসুস্থাবস্থায় এসে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন। তিনি খাগড়াছড়ির মহিলা কলেজ এলাকার বাসিন্দা।

একই অবস্থায় অসুস্থ বাকি তিনজনের। তারাও ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে খাগড়াছড়িতে এসে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের আবাসিক মে‌ডি‌কেল কর্মকর্তা ডা. নয়নময় ত্রিপুরা বাংলানিউজকে জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীরা ঢাকা থেকে এসেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তের ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান ডা. নয়নময় ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।