ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আড়াইহাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মারুয়াদী গ্রামের ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আয়নাল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আয়নাল হক বাংলানিউজকে জানান, রোববার রাত ৩টার দিকে একদল ডাকাত তার বাড়ির দোতলার গ্রিল কেটে প্রথমে বারান্দায় প্রবেশ করে।

এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় তার ছোটভাই দেলোয়ার বাঁধা দিলে তাকে এলোপাথারি কুপিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।