ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ৮ জুয়াড়ি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
সিলেটে ৮ জুয়াড়ি আটক

সিলেট: সিলেটে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে রোববার (২৮ জুলাই) দিনগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার ক্বীণ ব্রিজ সংলগ্ন শহিদ মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়।

 

আটক আট জুয়াড়ি হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম বিজয়খরার রফিকুল ইসলামের ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার ভার্তখলার বাসিন্দা রবিউল ইসলাম মিল্লাত (৪৭), দক্ষিণ সুরমার মোমিন খলার মৃত সমর উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩৫), একই উপজেলার কুচাই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে লিটন আহমদ (৩২), কুচাই (সানপিন) এলাকার নুরুল ইসলামের ছেলে কামাল আহমেদ (৩৫), ভার্তখলার এলাইছ মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮), দক্ষিণ সুরমার কদমতলীর শানু মিয়ার ছেলে রাজু মিয়া (৩২), একই উপজেলার বরইকান্দি ইউনিয়নের আরফিজ আলীর ছেলে চুনু মিয়া (৩০) ও দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ক্বীন ব্রিজ সংলগ্ন শহিদ মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে তাদের আটক করা হয়।
 
আটকদের মহানগরের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
 
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯ 
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।