সোমবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূমি বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলামসহ রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, চাষাঢ়ার রেললাইন সংলগ্ন বাগান বাড়ি রেস্টুরেন্ট ও একটি মাদ্রাসা এবং রেললাইনের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে কেন্দ্রীয় রেলস্টেশন এলাকার চাষাঢ়া রেললাইন সংলগ্ন জাতীয় পার্টির নেতা আল জয়নালের মালিকানাধীন আল জয়নাল ট্রেড সেন্টারের পশ্চিম দিকের ১০ ফুট জায়গা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
এদিকে, রেলওয়ে বলছে ওই ১০ ফুট জায়গা রেলওয়ের নিজস্ব সম্পত্তি।
এছাড়া চাষাঢ়ার রেললাইনের পশ্চিম পাশের বেইলি টাওয়ার উচ্ছেদ করতে গেলে এর মালিক কাশেম জামাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রেলওয়ের বিরুদ্ধে মামলার নথি উপস্থাপন করলে তাকে একদিনের সময় দেওয়া হয়।
রেললাইনের দুই পাশে রেলওয়ের ভূমি উদ্ধারে অভিযান চলছে। এতে অবৈধভাবে দখলে রাখা স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরআইএস/