রানা চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার হানিফ হাওলাদারের ছেলে।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল সদরের কর্নকাঠী ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ‘ছ’ মিলে কাঠ চেড়াইয়ের কাজ করছিলেন রানা। কাজ করার সময় আকস্মিকভাবে করাতকলের ওপর পরে যান তিনি। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা আরও জানান, ‘ছ’ মিলটির মালিক স্থানীয় বাসিন্দা শহীদ খান। কিন্তু বর্তমানে সেটি ভাড়া নিয়ে পরিচালনা করেছেন বরিশাল নগরের কেডিসি এলাকার মামুন।
এ বিষয়ে মামুন জানান, কাজ করার সময় স্লিপ কেটে করাতকলের ওপর পরে যান রানা। এতে তার গলার অংশ কেটে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল হায়দার বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/ওএইচ/