সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হামনাথ বান্দ্রেইর সঙ্গে এক বৈঠকে এ আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরির বাংলাদেশে নবনিযুক্ত প্রতিনিধি ড. হামনাথ বান্দ্রেই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
এসময় ইরির বাংলাদেশের নবনিযুক্ত প্রতিনিধি ড. হামনাথ বান্দ্রেই বলেন, ভিটামিন সমৃদ্ধ ‘সোনালি ধান’ প্রকল্প উন্নয়নে ইরি বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্রের (বিরি) সঙ্গে কাজ করছে। এই ধান উন্নয়ন প্রকল্পে অব্যাহতভাবে সহযোগিতা দেবে ইরি। এছাড়া বাংলাদেশের ধান গবেষণা খাতে সব ধরনের সহযোগিতা দেবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
টিআর/এএ