সোমবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি বিকেল ৪টায় নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত জুয়েল মাহমুদ নয়ন ঢাকা জেলার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে।
নিহতের স্বজন রাজু আহমেদ জানান, ৪-৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন জুয়েল। কিন্তু তিনি যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন তা বুঝতে পারেননি তারা। পরে গত ২৭ জুলাই জুয়েল বেশি অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় পরীক্ষা-নিরীক্ষা করে জুয়েল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা। এমনকি জুয়েলকে ‘লাস্ট স্টেজে’ হাসপাতালে আনা হয়েছে বলেও জানান তারা। পরে তাকে যেকোন হাসপাতালের লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেওয়া হলে ওই দিনই সাভারের এনাম মেডিক্যাল অ্যান্ড কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর দুই দিন চিকিৎসাধীন ছিলেন জুয়েল। পরে সোমবার দুপুর ২টার দিকে তিনি মারা গেছে বলে তাদের নিশ্চিত করেন এনাম মেডিক্যাল অ্যান্ড কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এনাম মেডিক্যাল অ্যান্ড কলেজ হাসপাতালের ম্যানেজার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গত ২৭ তারিখ নয়নকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় সরাসরি অাইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই পরিবারের লোকজন জোরপূর্বক রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার সময়ই রোগীর মৃত্যু হয়।
এই কর্মকর্তা আরও জানান, গত এক সপ্তাহে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তাদের হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে আজ সকালে একজনের মৃত্যু হয়েছে ও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা শেষে ৬ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিনে উপজেলার সরকারি এই হাসপাতালটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৩০-৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৫জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
অপরদিকে সাভারের আশুলিয়ায় অবস্থিত নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা যায়- সেখানে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও গত ১৫ দিনে হাসপাতালটি থেকে অন্তত ১৫ থেকে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির ডেপুটি ম্যানেজার (হসপিটাল অপারেশন) হারুনুর রশিদ।
সাভারের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে আরও বেশ কিছু রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সাভারের থানা স্টান্ডে অবস্থিত দীপ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার রাশেদুল হাসান সোহাগ জানান, গত ১৫ দিনে ক্লিনিকটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এমন রোগীর সংখ্যা অন্তত ১৫ জন। আর ক্লিনিকটিতে বর্তমানে ভর্তি আছেন ১ জন রোগী।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ