সোমবার (২৯ জুলাই) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি তালমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তালমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহটি প্রায় অর্ধগলিত। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ