ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু সচেতনতায় না’গঞ্জে র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ডেঙ্গু সচেতনতায় না’গঞ্জে র‍্যালি র‌্যালি, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে র‍্যালি করেছে জেলা পরিষদ।

সোমবার (২৯ জুলাই) জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে চাষাঢ়া ডাক বাংলো থেকে শুরু হয়ে র‌্যালিটি জেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

ডেঙ্গু রোধে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ স্লোগানে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে এ র‌্যালির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুভ্রত পাল, সদস্য মোস্তফা চৌধুরী, প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মালাসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রতি উপজেলায় ন্যায় আমরাও ডাক বাংলো পরিচ্ছন্ন অভিযান, অফিস ভবন পরিচ্ছন্নকরণ, লিফলেট বিতরণ, জনসচেতনতা তৈরি কার্যক্রম পরিচালনা করছি। মানুষকে সচেতন করছি। বাড়ির আশেপাশসহ সব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করছি। আমাদের সচেতনতায় কমতে পারে ডেঙ্গুর ভয়াবহতা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।