রাস্তায় দুধ ঢেলে দিচ্ছেন গো-খামারিরা। ছবি: বাংলানিউজ
পাবনা: ১৪টি কোম্পানির পাস্তুরিত তরল দুধ উৎপাদন বন্ধে হাইকোর্টের নির্দেশনায় পাবনায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো। এতে চরম বিপাকে পড়েছেন পাবনা ও সিরাজগঞ্জের লক্ষাধিক গো-খামারি।
সোমবার (২৯ জুলাই) সকাল থেকে কোথাও দুধ বিক্রি করতে না পেরে হতাশায় ভাঙ্গুড়া বাজারে প্রায় চারশ’ লিটার দুধ রাস্তায় ঢেলে প্রতিবাদ করেছেন তারা।
বিক্ষুব্ধ খামারিরা জানান, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়াসহ আশপাশের উপজেলার ১৫ হাজার খামার থেকে প্রতিদিন আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হয়।
যা রাষ্ট্রায়ত্ত মিল্কভিটাসহ চারটি কোম্পানিতে সরবরাহ করা হয়। হাইকোর্টের নির্দেশনায় এসব কোম্পানির উৎপাদন বন্ধের সিদ্ধান্তে দুধ সংগ্রহ বন্ধ থাকায় ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি করেও মিলছে না ক্রেতা। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচলনা করা এসব দুগ্ধ খামারিরা পড়েছেন চরম দুঃশ্চিন্তায়। ক্ষুদ্র খামারিদের উৎপাদিত দুধ বিক্রিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।