ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে: মেনন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে: মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফাইল ফটো

ঢাকা: যারা বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করছেন, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর শান্তিবাগে শেখ সেকান্দার আলী মিলনায়তনে শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষে সঙ্গে যৌথভাবে গুজব সম্পর্কে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড রাশেদ খান মেনন বলেন, সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে জামায়াত পরিকল্পিতভাবে দেশে গুজব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করেছে।

শাপলা চত্বরে আলেমদের মেরে শেষ করে দেওয়া হয়েছে বলে মিথ্যা প্রচার করেছে হেফাজতিরা। পদ্মাসেতুতে শিশুর মাথা লাগবে বর্তমানে এই গুজবের প্রচার চলছে। এসব গুজব একই সূত্রে গাঁথা।

যারা দেশের উনয়ন ও অগ্রগতি চায় না, তারাই এসব গুজবের সৃষ্টি করছে উল্লেখ করে সংসদ সদস্য মেনন বলেন, বর্তমানে বিজ্ঞানের যুগে শিশুর মাথা লাগতে পারে পদ্মাসেতুতে, এটা হতে পারে না। যারা এই গুজবের সৃষ্টি করছেন, তাদের প্রতিহত করতে হবে। একইসঙ্গে গুজবকে কেন্দ্র করে গণপিটুনি, মানুষ হত্যা এগুলোও রুখতে হবে।

ডেঙ্গু প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খান বলেন, ডেঙ্গুকে আবার গুজব না বলে যেনো আমরা বলি ডেঙ্গু সত্য এবং ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করি। ডেঙ্গু প্রতিরোধের জন্য স্কুলের ছেলেমেয়ে এবং অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- মতিঝিল বিভাগের সিনিয়র পুলিশ কমিশনার রাশেদ হাসান, শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক, শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. জহিরুল ইসলাম শিকদার এবং প্রধান শিক্ষক আব্দুল রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।