ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু

ব‌রিশাল: বরিশালে সাদিক হাসান অভি (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্যমতে, সাদিক নিয়মিত মদ্যপান করতেন। এমনকি কর্ম ব্যস্ততার মধ্যেও তিনি মদ্যপান করতেন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরআগে রোববার (২৮ জুলাই) দিনগত রাত পৌনে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিক হাসান অভি টাঙ্গাইলের বীরপুশিয়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি ওয়ালটন কোম্পানিতে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে রাজধানীর উত্তরা ৯নম্বর সেক্টরে একটি ফ্লাটে ভাড়া থাকতেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাংলানিউজকে জানান, তথ্যমতে গত ২৭ জুলাই (শনিবার) খুলনা থেকে বরিশাল ভিজিটে (পরিদর্শন) আসেন সাদিক হাসান অভি।

ওইদিন তিনি নগরের সদর রোডের আবাসিক হোটেল সেডোনার ৮০৫নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাত্রিযাপন করেন। পরদিন রোববার দিনগত রাতে তিনি ওই হোটেলে অসুস্থ হয়ে পড়লে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে ও পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

সেখানে নেওয়ার হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাদিক হাসান অভিকে মৃত ঘোষণা করেন। এর পর নিয়মানুযায়ী সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সাদিক হাসানের মৃত্যু নিয়ে পরিবার কোনো মামলা বা অভিযোগ করতে রাজি হননি জানিয়ে এসআই আল-আমিন জানান, পরিবারের ভাষ্যমতে সাদিক আগে থেকেই মদ্যপান করতেন। মদের নেশা থেকে দূরে রাখতে তাকে ওয়ালটনে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু কর্ম ব্যস্ততার মধ্যেও তিনি মদ্যপান করতেন বলে জানিয়েছে স্বজনরা।

বাংলা‌দেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।