সোমবার (২৯ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা চৌধুরী ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।
ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তের পুটখালি রোড দিয়ে মাদকের একটা বড় চালান আসছে। এসময় সেখানে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বাঁধা অবস্থায় ৩০টি নীল রঙের পলি প্যাকে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
আটক ফরহাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ