ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
বেনাপোল সীমান্তে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ইশারত (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পোর্টথানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। ইশারত পোর্টথানার ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।

পুলিশ জানায়, বিজিবি সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ভারতীয় ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বাংলানিউজকে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

এদিকে স্থানীয় একটি সূত্রে জানা যায়, ইশারতসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এসময় বিএসএফের ধাওয়া খেয়ে তিনি নদীতে পড়ে যান। বিষয়টি তার পরিবার জানতো। গত দুই দিন ধরে পরিবারের লোকজন ইছামতি নদীতে তাকে খোঁজার চেষ্টা করছিল। এছাড়া পুলিশ জানায়, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তবে তার নাক, মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।