সোমবার (২৯ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিচতলায় বেলুন ও পায়রা উড়িয়ে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে তিনি মেডিকেল কলেজ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় যোগ দেন।
মেয়র সাদিক বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তারাই এ দেশে মানবতার সেবায় নিয়োজিত থাকেন। তাইতো স্বাধীনতার স্বপক্ষের তরুণ সমাজ আত্মমানবতার সেবায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন। অচিরেই বঙ্গবন্ধুর নামের এ ক্লাবটির কার্যক্রম দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশরার হাবিবুর রহমান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, শেবাচিম হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সুতার প্রমুখ।
জানা গেছে, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু ক্লাব’ এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সদর দফতর স্থাপন না হওয়া পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট কেন্দ্রীয় সদর দফতর হিসেবে পরিচালিত হবে। প্রাথমিকভাবে ক্লাব পরিচালনার জন্য মো. তরিকুল ইসলামকে আহ্বায়ক করে ২৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত সংগ্রহ, হেলথ্ ক্যাম্প, থ্যালাসেমিয়া প্রজেক্ট, প্রতিবন্ধী, এতিম ও পথশিশুদের জন্য তহবিল গঠন, বস্ত্র ও অর্থ প্রদান, টিকাদান, বৃক্ষরোপণসহ সব মানবতার সেবায়ই এ প্রতিষ্ঠানের কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/ওএইচ/