রোববার (২৮ জুলাই) মামলা দায়েরের পর রাতেই শাওনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার (২৯ জুলাই) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, ধর্ষণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, দক্ষিণ পালরদী গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শাওন হাওলাদার রোববার বিকেলে তৃতীয় শ্রেণির ওই শিশুটিকে নির্জনস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বাংলানিউজকে বলেন, থানার উপ পরিদর্শক (এসআই) তাজেল হোসেন শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ওই শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/টিএ