সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার জলাডাঙ্গা গ্রামের লোকমান শেখ (৬০), একই থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৬৫), কিবরিয়া মোল্লা (৫০), চান মিয়া (৩০), আসলাম শেখ কালা (৩৫) ও রাব্বি খাঁ (২২)।
নিহতরা দুর্ঘটনা কবলিত বাসের ছাদে উঠে শ্রম বিক্রির জন্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারে যাচ্ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানী উপজেলার ব্যাসপুরগামী একটি লোকাল বাস ভাটিয়াপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রী নিহত হন এবং অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অপর এক যাত্রী মারা যান।
আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বি খাঁ ও হাসপাতালে নেওয়ার পর আসলাম শেখ কালার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০, জুলাই ২৯, ২০১৯
আরএ